নকশ-এ-সামান বা তাবিজে সামান 8X8=64 খানার তাবিজ। এটা সিয়ারা বা গ্রহ মুশতারীর থেকে মানছুব। এর তাবিজ টা জোয়াজ-উল-জোয়াজ হয় সেজন্য এটি যদিও 64 খানার তাবিজে ভরা হয় কিন্তু এর চাল হয় সামান-এ-মোতাদল-দর। সহজ কথার 64 খানার যে নিয়মতান্ত্রিক চাল হয় এর চাল টা সেরকম নয় বরং অন্যকরম হয়। অর্থ-সম্পদ অর্জন এবং অসাধারণভাবে ধনী হওয়ার ক্ষেত্রে এই তাবিজ বা লৌহ এর কার্যকারিতা যে কারও পক্ষে জানা প্রায় অসম্ভব। কারণ এটি টাকা-পয়সা নিজের দিকে আকর্ষণের জন্য চুম্বকের মত কাজ করে। অর্থ-সম্পদ অর্জনের সাথে সাথে সাফল্য এবং জনপ্রিয়তা অর্জনের জন্য এই তাবিজ টা খুবই উপকারী এবং মোটামুটি অবিশ্বাস্য। এই তাবিজ টা মোট ৮ টা আসমাউল হুসনা দ্বারা পরিপূর্ণ এবং প্রত্যেকটাই ইসম-এ-আযম এবং এ না-চিজের ইস্তেখারাজ সূদা। এই ৮ টা আসমাউল হুসনা সকল প্রকার প্রয়োজনের জন্য সু-প্রসিদ্ধ এবং সম্পদ অর্জনের চাবিকাঠি বলে মনে করা হয়। যারা নিতে আগ্রহী হয় তাদের কে হাদিয়াতান দুটি তাবিজ দেওয়া হয় যার একটা জাফরান-আম্বার দিয়ে কাগজে লেখা হয় এবং অন্যটি মুশতারীর মনছুব ধাতবপাতে খুদাই করে লেখা হয়।
No comments:
Post a Comment