আমলিয়াত শেখার জন্য শর্তাবলী
সূফী অজাইফ থেকে দো’আ এবং যেকোন আমল শেখা এবং ইজাজাত হাছিলের জন্য নিচের সমস্ত শর্তগুলো মানা জরুরী। এই শর্তগুলো থেকে যেকোন একটা না মানলে ইজাজাত ফউত বা বালিত হয়ে যাবে।
(১) সুন্নি ও সহীহ আকিদা পোষনকারি হওয়ার শর্তে ইজাজাত দেওয়া হবে।
(২) ৫ ওয়াক্ত নামাজ পা-বন্দির সাথে আদায় করতে হবে, এবং মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে।
(৩) কুরআন সহীহ-শুদ্ধ ভাবে পড়তে জানতে হবে অথবা মোটে না হলেও নামাজে যে সূরা এবং দো’আ মাসুরা ও দো’আ কুনুত সহী শুদ্ধ ভাবে পড়তে জানতে হবে।
(৪) সকল ধরনের গুনাহ থেকে বাঁচতে হবে যেমন মিথ্যা বলা, গীবত করা, বদ-মাযহাব বা লা-মাযহাব ও বদ আকিদা ইত্যাদি থেকে বাঁচতে হবে।
(৫) পবিত্রতা এবং শরীয়তের মাছ’আলা এত জানা জরুরী যাতে নিজের নামাজ এবং অন্যান্য ইবাদাত গুলো সহীহ হয়ে যায়।
(৬) যদি এমন হয় যে- নিজের উস্তাদ, শায়েখ বা মুর্শিদের কাছে কোন বিশেষ আমল চাওয়া হল, এমন ক্ষেত্রে ঐ সময়েই আমলের ইজাজাত এবং তরিকা না-ও দেওয়া হতে পারে।
(৭) চেল্লার নিয়ম-তরিকা, আদব, তরকে হাওয়ানাত এবং অন্যান্য সমস্ত শর্ত সম্পর্কে খুব ভাল ভাবে জেনে নিতে হবে যাতে চেল্লা করার সময় কোন কিছু সম্পর্কে যেন কারও কাছে শুনতে না হয়। তাহলে চেল্লা বাতিল হয়ে যাবে এবং রুজ্জতের স্বীকার হতে পারে।
এগুলোই সংক্ষিপ্ত ভাবে মানতে হবে এবং বিশেষ ক্ষেত্রে বাকি গুলো জানিয়ে দেওয়া হবে।
মনে রাখতে হবে
دانہ چوں اندر زمیں پنہا شود
بعد ازاں سرسبزی بستاں شود
বীজ লাগিয়েই ফলের আশা করলে ফল পাওয়া যায় না, ফল পাওয়ার জন্য ঐ বীজের পেছনে মেহনত করতে হয়।
No comments:
Post a Comment