Sunday, August 9, 2020

জয়লাভ করার খাছ্ তাবিজ (Taweez Fath e Mubeen)

যে তাবিজ টা দেখছেন এটার নাম তাবিজ ফাতহে মুবিন। সুরা ফাতিহ এর মশহর ও মারফ আয়াত إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِينًا এর বিশেষ তাবিজ। এই তাবিজ তরক্কি, উন্নতি এবং বরকতের জন্যে ”নকশে্ মুসাল্লাম”-এর তরিকায় লেখা হয়। এক পাশে এই আয়াতের হরফি তাবিজ লেখা হয় এবং অন্য পাশে এই আয়াত টাকে যার প্রয়োজন তার নাম এবং তার মায়ের নামের সাথে বিশেষ এবং নির্দিষ্ট জাফরি কায়দায় মুয়াক্কিলিনদের নামের সাথে ৬৪ খানা বিশিষ্ট তাবিজে লেখা হয়। এই তাবিজের মাধ্যমে অনেক ধরনের সাহায্য আল্লাহর তরফ থেকে পাওয়া যায়। এই তাবিজের ৩ টা সবচেয়ে বড় খাছিয়াত বা বৈশিষ্ট্য হচ্ছে:

১) মামলা-মকদ্দমায় জেতার জন্য (সেটা যেমনই মামলা-মকদ্দমা হোক না কেন)

২) ছোট-বড় যেকোন ধরনের প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সফল হওয়ার জন্য, চাই সেটা বিসিএস হোক বা মেরিনে হোক অথবা খুব বড় ধরনের কোম্পানি বা প্রতিষ্ঠানের ইণ্টারভিউ হোক। মোট কথা সকল প্রকার প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কামিয়াবীর জন্য।

৩) যদি কোন বড় ধরনের কাজ বা প্রজেক্ট আটকায় যায় বা ঝুলে থাকে সেটা যে কোন কারনেই হোক না কেন। সেই প্রজেক্ট ছাড়ানোর জন্যে এবং তাতে কামিয়াবীর জন্য এই তাবিজ টা মশহুর এ যামানা বলা যায়, শ্রেষ্ঠ। এই তাবিজ টা আমাদের এখানে নির্দিষ্ট সময়ের সঠিক মুহূর্তে জাফরান ও আম্বার দিয়ে কাগেজেও লেখা হয় এবং যেমন টা আপনারা দেখছেন রূপা বা তামার পাতের উপরে খোদায় করে লেখা হয়।
যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ-
01951-072181
(Imo Message Only)

taweezandwazifa@gmail.com

 

সাত গ্রহের বিশেষ তাবিজ।

 সমস্ত কিছুতে উন্নতি এবং তরক্কি ও সকল বন্ধ হয়ে যাওয়া কাজ চালু করার জন্য (যেমন বন্ধ হয়ে যাওয়া বড় কোন প্রজেক্ট) এই তাবিজ সময়ের খুব নির্দিষ্ট মুহূর্তে আমাদের এখানে তৈরি করা হয়।
01951-072181 (Imo Message Only)

taweezandwazifa@gmail.com